সিলেটের সুরমা গেইট এলাকা থেকে ভারতীয় চিনি চোরাচালানের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টায় শাহপরাণ থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে দুই ট্রাক ভর্তি ৪৩০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ ২৮ হাজার ৪০০ টাকা।
আটককৃতরা হলেন সিলেট জেলার গোলাপগঞ্জ থানার নুরপুর দরগাবাজার এলাকার মো. হোসেন আহমদ (২৫), কানাইঘাট উপজেলার দীঘিরপাড় গ্রামের কাওছার আহমদ (৩৫) এবং দুলাই নয়ামাটি গ্রামের মো. নিজাম উদ্দিন (৪৫)। পুলিশ জানায়, উদ্ধার করা চিনি অবৈধভাবে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং চিনি চোরাচালানে জড়িত অন্যদেরও ধরতে চেষ্টা করা হবে।
এ ঘটনা সিলেটে চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।