রাজধানীর তুরাগ থানার বাউনিয়া মাদবরবাড়ি এলাকায় মানসিক রোগী ছেলের ছুরিকাঘাতে মা নিহত হওয়ার ঘটনা ঘটে। নিহত নারীর নাম দিনু বেগম (৪০)। তাঁর স্বামীর নাম নুরুল আমিন জানান, আজ রোববার ভোরে ছেলে জিহাদ (২৫) তাঁর মাকে ছুরিকাঘাত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোরে দিনু রান্নাঘরে যান। তখন ছেলে জিহাদ সেখানে গিয়ে তাঁর মাকে ছুরিকাঘাত করেন। চিৎকার শুনে তিনি দৌড়ে রান্নাঘরে যান। ততক্ষণে জিহাদ পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় দিনুকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৬টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, লাশটি কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের স্বামী নুরুল বলেন, জিহাদ চার বছর ধরে মানসিক রোগে ভুগছেন। তাঁর অনেক চিকিৎসা করানো হয়েছে। মাঝেমধ্যে জিহাদ ভালো থাকেন।
নুরুল পেশায় দিনমজুর। তাঁর স্ত্রী দিনু বাসাবাড়িতে কাজ করতেন। দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে জিহাদ বড়।