রাজধানীর আজিমপুর থেকে অপহৃত আট মাস বয়সী শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অপহরণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আজ শনিবার র্যাব এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার সকালে লালবাগ থানার আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে ফারজানা নামের এক নারীর শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
কর্নেল মুনীম ফেরদৌস বলেন, আজিমপুরে বাসায় ডাকাতি ও শিশু অপহরণের ঘটনায় শাপলার সঙ্গে সুমন, রায়হান ও হাসান নামে আরও তিন সহযোগী ছিলেন। তাদের টার্গেট ছিল শিশু জাইফার বিনিময়ে তার মার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা হবে। তবে ঘটনার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হওয়ায় তারা আত্মগোপনে থাকেন।
র্যাব আরও জানায়, অপহরণকারী শাপলার গ্রামের বাড়ি বগুড়া। তিনি ২০১৪ সাল পর্যন্ত লালমাটিয়া মহিলা কলেজে পড়াশোনা করলেও তা শেষ করেননি। মা-বোনের সঙ্গে তিনি আদাবর নবীনগর হাউজিংয়ে থাকতেন।
বাসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইসরাফিল জানান, ওই বাসায় তার আগের দিন বৃহস্পতিবার রাতে এক নারী সাবলেট হিসেবে উঠেছিলেন। গতকাল সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ কন্যাশিশুকে নিয়ে গেছেন।