চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিক্রি হ্রাসের কারণে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড নিট লোকসানে পড়েছে। কোম্পানিটির নিট লোকসান হয়েছে ১২ কোটি ৭৭ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুযায়ী, শেয়ার প্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৩৪ পয়সা।
বাটা কর্তৃপক্ষ বিক্রি কমার জন্য সাম্প্রতিক অর্থনৈতিক অস্থিরতাকে দায়ী করেছে। বাজারে ভিন্নমাত্রার এই সংকটের কারণে কোম্পানির বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে। যদিও তৃতীয় প্রান্তিকে লোকসান দেখিয়েছে। তবুও তারা ৩৪০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যা বিনিয়োগকারীদের জন্য কিছুটা ইতিবাচক দিক বলে মনে করা হচ্ছে।
এছাড়া, চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানির শেয়ার প্রতি নিট নগদ প্রবাহ ১১ টাকা ৪৪ পয়সায় নেমে এসেছে। যা গত বছরের একই সময়ে ছিল ৩৯ টাকা ২৮ পয়সা। নগদ প্রবাহের এই পতনের পেছনে রয়েছে সরবরাহকারী ও ঠিকাদারদের বাড়তি অর্থ প্রদান, কাঁচামালের উচ্চ মূল্য এবং বিদেশি মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়ন।
আজ দুপুর ১২টা ৫৮ মিনিট পর্যন্ত ডিএসইতে বাটার শেয়ারের মূল্য ১ দশমিক ৮৭ শতাংশ কমে ৯৩০ টাকায় দাঁড়িয়েছে। বাজারের এই পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এখন দেখার বিষয় হলো, বাটা সু কোম্পানি এই কঠিন পরিস্থিতি থেকে কিভাবে নিজেদের উদ্ধার করে এবং ভবিষ্যতে তাদের পরিকল্পনা কী হবে। সাংবাদিক সমাজ এই বিষয়টির দিকে নজর রাখবে।