৮টি সার্ক দেশের অ্যাকাউন্ট্যান্টদের সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত একটি ফেডারেশন হলো সাফা। স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের মূল্যায়নের ভিত্তিতে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়।
মঙ্গলবার শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়। সেখানে বার্ষিক প্রতিবেদনের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টস (সাফা) কর্তৃক এনজিও ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ ‘সার্টিফিকেট অব মেরিট’ অর্জন করেছে শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন।
বার্ষিক প্রতিবেদনের জন্য এই প্রথমবার শক্তি ফাউন্ডেশন অন্যান্য সার্কভুক্ত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে আঞ্চলিক পর্যায়ে এই পুরস্কার অর্জন করেছে। এছাড়াও শক্তি ফাউন্ডেশন বিগত তিন বছর ধরে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট (আইসিএবি) থেকে পুরস্কার অর্জন করে আসছে।
এই অ্যাওয়ার্ড স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিতে শক্তির অটুট প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা এই সম্মানজনক পুরস্কার পেয়ে অত্যন্ত গর্বিত। এই স্বীকৃতি আমাদেরকে একটি নৈতিক ও টেকসই সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টাকে অব্যাহত রাখতে উদ্বুদ্ধ করবে বলে জানান, শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ।