স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানিটির ইতিহাসে এই প্রথমবারের মতো চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রাজস্ব কম হওয়ার তথ্য জানিয়েছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক বিবৃতিতে স্কয়ার ফার্মা ১ হাজার ৭৭৪ কোটি টাকা রাজস্ব বা বিক্রির তথ্য জানিয়েছে। আগের বছরের একই প্রান্তিকে যা ছিল ১ হাজার ৭৮১ কোটি টাকা।
এ প্রান্তিকে কোম্পানির পরিচালন মুনাফাও প্রায় ১৩ শতাংশ কমে ৫৬৬ কোটি টাকায় নেমেছে। ফলে সেপ্টেম্বর মাসে সমাপ্ত প্রান্তিকে, কোম্পানির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৬ টাকা ৮৭ পয়সায়।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রধান আর্থিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম টিবিএসকে বলেন, এই প্রথমবারের মতো আমাদের কোম্পানির রাজস্ব কমেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, শ্রম অসন্তোষ ও নজিরবিহীন বন্যার মতো বিভিন্ন অস্থিতিশীলতার কারণেই মূলত এমনটা হয়েছে।
তবে বিনিয়োগ ও সহযোগী সংস্থাগুলোর আয়ের সুবাদে এ প্রান্তিকে ৬০৯ কোটি টাকা মুনাফা করেছে স্কয়ার ফার্মা, যা বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ।