বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী ব্রিটিশ স্টারলিং এডুকেশন। পাশাপাশি বাংলাদেশী শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে নানা রকম সুযোগ তৈরি করে দিবে বলে আশ্বাস দেন।
ইংল্যান্ডের স্টারলিং এডুকেশনের সিইও ও ইন্টারন্যাশনাল হোপ স্কুলের চেয়ারম্যান টিমোথি ডোনাল্ড ফিশার (শুক্রবার) ঢাকার উত্তরায় আইএইচএসবি আন্ত:স্কুল বিজনেস কার্নিভ্যালের উদ্বোধন করেন।
দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী আইএইচএসবি আন্ত:স্কুল বিজনেস কার্নিভ্যাল। অকোটেক্সের সহযোগিতায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলের (আইএইচএসবি) বিজনেস ক্লাব আয়োজন করেছে এ বিজনেস কার্নিভ্যাল। ঢাকার খ্যাতনামা ৫০টি স্কুলের ছয় শতাধিক শিক্ষার্থী এ কার্নিভ্যালে অংশ নিয়েছে।
অনুষ্ঠানে টিমোথি ডোনাল্ড ফিশার বলেন, ‘ব্রিটিশ স্টারলিং এডুকেশন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়। এছাড়া বাংলাদেশী শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে নানা রকম সুযোগ তৈরি করে দিবে বলে আশ্বাস দেন। আমাদের লক্ষ্য শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল হবে, উদ্যোক্তা হবে এবং দলীয়ভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের শিক্ষা খাতকে এগিয়ে নিতে আমরা ঢাকায় ব্রিটিশ ইউনিভার্সিটির শাখা খুলতে চাই ও বাংলাদেশের সর্বস্তরের শিক্ষকদের জন্য একটি শিক্ষক প্রশিক্ষণ সেন্টার তৈরি করতে চাই।
বাংলাদেশে অল্পদিন আগে আমি এসেছি। ব্রিটিশ সরকার বাংলাদেশের শিক্ষা খাতে অনেক বিনিয়োগ করছে। কিছুদিন আগেও আমি ব্রিটিশ সরকারের অর্থায়নে পরিচালিত একটি সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলে গিয়েছিলাম। তরুণ প্রজন্মের শিক্ষার জন্য ব্রিটিশ সরকার আরও বিনিয়োগ করতে আগ্রহী বলে জানান, জেমস গোল্ডম্যান।
তিনটি প্রতিযোগিতায় আইএইচএসবি বিজনেস কার্নিভ্যালে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে ব্যবসা এবং উদ্যোগ সংক্রান্ত বিষয়ে। ‘ফ্রাইডম্যান্স ফেলাসি’ নামক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অর্থনীতি সংশ্লিষ্ট নানা সমস্যার সমাধান করবে। ‘পিচ পারফেক্ট’ নামক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের স্বতন্ত্র ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা হতে আগ্রহী হবে। সেরা বিজনেস আইডিয়া পাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বিশেষ সৌজন্য উপহার। এছাড়া ‘মার্কেটিং ম্যানিয়া’ নামক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের ব্যবসায়িক দক্ষতার স্বাক্ষর রাখবে।
আজ শনিবার উদ্যোক্তাদের মেলা ও প্রদর্শনী হবে স্কুলের বাইরের ফটোকে। দেশের শীর্ষস্থানীয় ২০টি ব্যবসায়ী গ্রুপ তাদের পণ্য নিয়ে উপস্থিত থাকবে। এছাড়া এতে থাকবে ব্যবসা সংক্রান্ত পরামর্শ এবং মতামত বিনিময়। প্রদর্শনী ছাড়াও রয়েছে কিছু প্রতিযোগিতা।
অনুষ্ঠানের শেষ দিনে স্কুল মাঠে থাকবে স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন স্টল। এতে খাবার দাবারসহ নানা ধরনের পণ্য কেনা যাবে।
আইএইচএসবির শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং বাংলাদেশে ব্রিটিশ ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক ড্যান পাশা, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমান, ইংল্যান্ডের স্টারলিং এডুকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুলের চেয়ারম্যান টিমোথি ডোনাল্ড ফিশার। সভাপতিত্ব করেন আইএইচএসবি বিজনেস কার্নিভালে সভাপতি রাফিদ বিন জলিল।
এ-কার্নিভ্যালে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে এডিসন, ডেনিম, একুয়া, প্রাণ, বিআরবি হাসপাতাল, সোহাগ পরিবহন, এলবেট্রস এডুকেশন, মিনিস্টার, প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল কনসালটেন্ট, টিইডি, এবং মার্কস,।