ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে বিদায়ী সপ্তাহে (১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর) দর বেড়েছে ১১টি খাতে। এই ১১ খাতের বিনিয়োগকারীরা মুনাফায় রয়েছে দর বৃদ্ধি পাওয়ায়।
বিএল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা যায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। এই খাতে দর বেড়েছে ১০ দশমিক ৩০ শতাংশ। সপ্তাহজুড়ে ৪ দশমিক ৩০ শতাংশ দর বেড়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাত। একই সময়ে ৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে বিদ্যুৎ ও জ্বালানি খাত।
এছাড়াও সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- বিবিধ খাতে ১ দশমিক ৭০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর ১ দশমিক ১২ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১ দশমিক ১১ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ শতাংশ, টেক্সটাইল খাতে ০ দশমিক ৭০ শতাংশ, ট্যানারি খাতে ০ দশমিক ৫০ শতাংশ, সিমেন্ট খাতে ০ দশমিক ৩০ শতাংশ এবং ব্যাংক খাতে ০ দশমিক ২০ শতাংশ। তবে ওষুধ ও রসায়ন খাতে দর অপরিবর্তিত রয়েছে।