বাংলাদেশে গ্যাসের বৈষম্যমূলক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বিনিয়োগ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ফলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে সংস্থাটি।
১৫ এপ্রিল পাঠানো ওই চিঠিতে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। চিঠিতে তিনি গ্যাসের দামের এই বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দেন যাতে করে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ অক্ষুণ্ন থাকে এবং অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা বজায় থাকে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ গণমাধ্যমকে জানান, বিডা চেয়ারম্যান গ্যাসমূল্য বৃদ্ধির বিষয়টি সংশোধনের অনুরোধ করে একটি চিঠি পাঠিয়েছেন বলে শুনেছেন। তবে সেটি এখনো কমিশনের হাতে পৌঁছায়নি। তিনি বলেন, “বর্তমান আইনের আওতায় নির্ধারিত গ্যাসমূল্য হঠাৎ করে সংশোধনের সুযোগ নেই। কিন্তু যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ অনুরোধ বিষয়টি কমিশনের সভায় আলোচিত হবে। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”
চিঠিতে বিডা চেয়ারম্যান উল্লেখ করেন, বিইআরসি গত ১৩ এপ্রিল গ্যাসের নতুন দাম নির্ধারণ করে যেখানে নতুন বিনিয়োগকারীদের গ্যাস কিনতে হবে বিদ্যমান গ্রাহকদের তুলনায় ৩৩ শতাংশ বেশি দামে। এই বৈষম্য শুধুই অনৈতিক নয় এটি বাজার প্রতিযোগিতাকেও বিকৃত করবে এবং বিনিয়োগ নিরুৎসাহিত করবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, “নতুন বিনিয়োগকারীরা এই সিদ্ধান্তকে একতরফা ও প্রতিযোগিতাবিরোধী হিসেবে দেখছেন এবং এর প্রতিবাদ করছেন। এতে করে বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহে ভাটা পড়বে এবং চলমান বিনিয়োগ প্রক্রিয়াও ব্যাহত হতে পারে।”
তবে বিডা স্পষ্ট করে জানায়, সরকার ভর্তুকি কমানোর যে নীতি নিয়েছে সেটির বিরোধিতা করছে না সংস্থাটি। বরং বিডার পরামর্শ হচ্ছে—এই ভর্তুকি হ্রাসের প্রক্রিয়াটি যেন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয় এবং কোনো পক্ষ বৈষম্যের শিকার না হয়।
চিঠিতে বিডা আরও তুলে ধরে, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সামিট ২০২৫’-এ ৪০টি দেশের প্রায় ৪৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নিয়েছেন। এই সম্মেলনে অংশগ্রহণকারীরা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা দেখে বেশ উৎসাহিত হয়েছেন এবং অনেকে সমঝোতা স্মারক ও বিনিয়োগ চুক্তিও করেছেন। তবে এমন একটি ইতিবাচক উদ্যোগের ঠিক পরেই বৈষম্যমূলক গ্যাসমূল্য বৃদ্ধির ঘোষণা বিদেশি বিনিয়োগকারীদের মনে সংশয় তৈরি করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিডা চেয়ারম্যান।
সবমিলিয়ে বিডার পক্ষ থেকে গ্যাসের নতুন মূল্য কাঠামোতে বৈষম্য দূর করে বিনিয়োগবান্ধব ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে, যাতে বিদেশি ও দেশি উভয় বিনিয়োগকারীর জন্য বাংলাদেশে বিনিয়োগ আরও আকর্ষণীয় ও কার্যকর হয়।