দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গৃহীত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার হলেও, আইএমএফের মানদণ্ড অনুসারে তা কিছুটা কম। এর কারণ, বিপিএম-৬ অনুযায়ী কিছু নির্দিষ্ট খাতে রিজার্ভের টাকা ধরা হয় না। ফলে একই সময়ে দুই ধরনের হিসাব ভিন্ন ফলাফল দেখায়।
গত রোববার বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে তা ছিল ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার। এর আগের বৃহস্পতিবার (২৭ জুন) রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছিল ২৫ বিলিয়ন ডলার। সেদিন বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে মোট রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
আরিফ হোসেন খান বলেন, আজকের হিসাবে আইএমএফ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৬৬৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী মোট রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ১৬৮ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। তিনি আরও জানান, এ রিজার্ভের মধ্যে ব্যয়যোগ্য অর্থ এক হাজার ৮০০ কোটি ডলারের বেশি। অর্থাৎ এই অংশটি তাৎক্ষণিক প্রয়োজনে ব্যবহার করা সম্ভব।