এবার আমদানি-রপ্তানির সব শুল্ক ও কর অনলাইনের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়া যাবে। শনিবার এক বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, নতুন অর্থবছরের শুরু থেকেই এ সুবিধা চালু করা হয়েছে।
এ ব্যবস্থায় আমদানিকারক, রপ্তানিকারক কিংবা তাঁদের নিয়োজিত সিঅ্যান্ডএফ (C&F) এজেন্টরা ঘরে বসেই অনলাইনে শুল্ক-কর পরিশোধ করতে পারবেন। এই ‘অটোমেটেড চালান (অ্যা-চালান)’ পদ্ধতির মাধ্যমে করদাতাদের অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা হবে এবং তাৎক্ষণিকভাবে সরকারের ব্যয়েও ব্যবহার করা যাবে। এতে পণ্য খালাসের প্রক্রিয়াও হবে আগের চেয়ে দ্রুত। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাস্টমসের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ সিস্টেম ও অর্থ বিভাগের (‘iBAS++)’ টিমের সমন্বয়ে এই অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে।
অটোমেটেড চালান অর্থাৎ অ্যা-চালান সিস্টেম সরকারের অর্থ বিভাগের একটি ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম। এটি অনলাইন পেমেন্ট, চালান নম্বর তৈরি ও ট্র্যাকিং সহজ করেছে। এই প্ল্যাটফর্মে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্রাস্ট পে, এমক্যাশ) ব্যবহার করে কাস্টমস শুল্ক পরিশোধ করা যাবে। একইসঙ্গে দেশের ৬১টি ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখার যেকোনো কাউন্টারে অ্যাকাউন্ট ডেবিট কিংবা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমেও শুল্ক-কর দেওয়া যাবে। পেমেন্টের পর সিস্টেম জেনারেটেড রিসিপ্ট নম্বর ব্যবহার করে পণ্য খালাস করা সম্ভব হবে।
বিদ্যমান ব্যবস্থায় আরটিজিএস (RTGS) পদ্ধতিতে কর পরিশোধের পর সরকারি কোষাগারে অর্থ জমা হতে কয়েক দিন সময় লাগত। এতে সরকারের আর্থিক কার্যক্রমে দেরি হতো। নতুন অ্যা-চালান ব্যবস্থায় করদাতারা সপ্তাহের যেকোনো দিন, যেকোনো সময় শুল্ক-কর পরিশোধ করতে পারবেন। অর্থ জমা হবে সঙ্গে সঙ্গে, ফলে সরকার তাৎক্ষণিকভাবে অর্থ ব্যবহার করতে পারবে।
গত ১ ও ২ জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউসে অ্যা-চালান ব্যবস্থায় প্রশিক্ষণ দেওয়া হয় আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং কাস্টমস কর্মকর্তাদের। ৩ জুলাই থেকে এ ব্যবস্থায় শুল্ক-কর জমা নেওয়া শুরু হয়। সেদিন ৭৫টি বিল এন্ট্রির বিপরীতে ১৩ কোটি টাকার বেশি শুল্ক সরকারি কোষাগারে তাৎক্ষণিকভাবে জমা হয়। এর আগে ২৩ এপ্রিল কমলাপুর আইসিডি কাস্টমস হাউসে এই পদ্ধতির পাইলটিং শুরু হয়। পরে পানগাঁও কাস্টমস হাউসেও এটি চালু হয়। চট্টগ্রাম কাস্টমস হাউস ছিল তৃতীয় স্টেশন।
এনবিআর জানিয়েছে, আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টমস হাউসসহ দেশের সব কাস্টমস স্টেশনেই এই অনলাইন চালান ব্যবস্থার আওতায় শুল্ক-কর পরিশোধের সুযোগ মিলবে। এতে রাজস্ব আদায়ে স্বচ্ছতা বাড়বে এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা হবে আরও সুশৃঙ্খল।