সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কিছুটা কমেছে। তবে বেড়েছে রপ্তানি ও রাজস্ব আয়। সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের তথ্য বিশ্লেষণে এসব চিত্র উঠে এসেছে। ভোমরা কাস্টমস স্টেশন সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে বন্দরের মাধ্যমে ৫৯ হাজার ৬৯৩টি ট্রাকে ২০ লাখ ৮২ হাজার ৭২২ মেট্রিক টন পণ্য আমদানি হয়। এসব পণ্যের বাজারমূল্য ৮ হাজার ৭৫ কোটি টাকা। আমদানিকৃত এসব পণ্য থেকে সরকার রাজস্ব আয় করেছে ৯৭৮ কোটি ৭৮ লাখ টাকা।
অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরে ৬৩ হাজার ৯০২টি ট্রাকে ২৩ লাখ ৫৫ হাজার ৬২ টন পণ্য আমদানি হয়েছিল, যার মূল্য ছিল ৬ হাজার ৪৭৮ কোটি ৯৪ লাখ টাকা। ওই সময় রাজস্ব আদায় হয় ৯০৭ কোটি ৫৯ লাখ টাকা। সেই হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে আমদানি কমলেও রাজস্ব আয় বেড়েছে ৭ দশমিক ৮৪ শতাংশ।
রপ্তানির দিক থেকে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এই বন্দরের মাধ্যমে ২২ হাজার ৯৩৭টি ট্রাকে ২ লাখ ৮৬ হাজার ১৩০ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানিকৃত এসব পণ্যের বাজারমূল্য ৩ হাজার ৪০৬ কোটি ৯৫ লাখ টাকা। এর আগের বছর, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে, ২৪ হাজার ৫৮০টি ট্রাকে ২ লাখ ৭৪ হাজার ১১০ টন পণ্য রপ্তানি হয়। এ পণ্যের মূল্য ছিল ৩ হাজার ৯০ কোটি ৬৩ লাখ টাকা। তুলনামূলকভাবে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৩ শতাংশ।
রাজস্ব আয়েও এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি। ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা কাস্টমস স্টেশন ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা রাজস্ব আয় করেছে, যা আগের অর্থবছরের তুলনায় ৯২ কোটি ২৪ লাখ টাকা বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আয় ছিল ৮৫৩ কোটি ৯৯ লাখ টাকা। এ বিষয়ে ভোমরা কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, “ভোমরা একটি সম্ভাবনাময় বন্দর। আগামীতেও আমদানি-রপ্তানি ও রাজস্ব—সবক্ষেত্রে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।”