ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) কাউন্সিল বডি প্রতিষ্ঠানের আর্থিক হিসাব বিবরণীর নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার এক বছরের পেছনের তারিখে স্বাক্ষর করার দায়ে ৫০ নিরীক্ষককে জরিমানা করেছে। প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। গত বৃহস্পতিবার এফআরসি কাউন্সিল সভায় এই জরিমানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এফআরসি প্রতিষ্ঠার পর এটি নিরীক্ষকদের বিরুদ্ধে প্রথমবারের মতো জরিমানার ঘটনা।
কাউন্সিলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানায়, নিয়ম অনুযায়ী একজন নিরীক্ষককে নিরীক্ষা প্রতিবেদন কার্যক্রম শেষ হওয়ার দিনই স্বাক্ষর করতে হয় কিন্তু এসব নিরীক্ষক এক বছর পেছনের তারিখে স্বাক্ষর করেছেন। এ কারণে তাদের জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, কাউন্সিল যেকোনো পরিমাণ অর্থ জরিমানা করার ক্ষমতা রাখে। তবে এটি প্রথমবার হওয়ায় ‘প্রতীকী’ জরিমানা হিসেবে ধরা হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে এফআরসি কঠোর অবস্থান নেবে।
এফআরসি সভায় জরিমানা পাওয়া ৫০ নিরীক্ষকসহ মোট ৯০৪ নিরীক্ষক ও নিরীক্ষা প্রতিষ্ঠানকে আগামী এক বছরের জন্য নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৩৬ জন নিরীক্ষক এবং ২৬৮টি নিরীক্ষা ফার্ম রয়েছে। ফার্মগুলোর মধ্যে ২৪৪টি চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) এবং ২৪টি কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ফার্ম। অনুমোদন পাওয়া সকলকে নিবন্ধনের সনদ নেওয়ার জন্য একটি সময়সীমা দেওয়া হবে। সনদ এক বছরের জন্য কার্যকর থাকবে।
জানা গেছে, নিবন্ধনের জন্য মোট ৯৯৫টি আবেদন জমা পড়েছিল। এক বছর পেছনের তারিখে স্বাক্ষর করা নিরীক্ষকরা শর্তসাপেক্ষে সনদ পাবেন। ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার জন্য তাদের লিখিত মুচলেকা দিতে হবে। ১৪ দিনের বেশি পেছনে স্বাক্ষরকারী নিরীক্ষককেও মুচলেকা দিতে হবে। ১৪ দিনের মধ্যে স্বাক্ষর সম্পন্ন করা নিরীক্ষকদের জন্য কোনো মুচলেকার প্রয়োজন হবে না।
সূত্র জানায়, জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্যক্রমে অননুমোদিত নিরীক্ষক সম্পৃক্ত থাকার দায়ে ১৫ নিরীক্ষকের বিরুদ্ধে আরও তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি গুরুতর অনিয়ম পাওয়া যায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ৩৫ নিরীক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা নেতিবাচক মন্তব্য করেছে। তাদেরও তদন্ত শুরু হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কয়েকটি নিরীক্ষা ফার্মের অনিয়মের বিষয়ে এফআরসিকে লিখিতভাবে জানিয়েছে। এফআরসি প্রাথমিক তদন্ত প্রায় শেষ করেছে। আগামী কাউন্সিল সভায় ওই ফার্মগুলো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

