দীর্ঘদিনের গুঞ্জনই সত্যি হলো- বিয়ে করছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী ও পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব। বিনোদন অঙ্গনে তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তাঁরা। অবশেষে গতকাল (সোমবার) মেহজাবীন নিজেই বিয়ের খবর নিশ্চিত করেছেন।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই আলোচনায় আসেন মেহজাবীন। নাটক, বিজ্ঞাপন ও ফটোশুটে নিয়মিত কাজ করে তিনি দর্শকের মন জয় করেছেন। তাঁর সঙ্গে পরিচালক আদনান আল রাজীবের সম্পর্কের গুঞ্জন শোবিজে দীর্ঘদিন ধরেই প্রচলিত ছিল।
তবে এবার জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি তাঁদের গায়েহলুদ এবং পরদিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তাঁদের ঘনিষ্ঠজনরা এই খবর নিশ্চিত করেছেন। তবে বিয়ের আয়োজনের স্থান ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি তাঁরা।

দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে একসঙ্গে দেখা গেছে মেহজাবীন ও রাজীবকে। কখনো ঘোরাঘুরি, কখনো শুটিং বা চলচ্চিত্র উৎসবের কাজে তাঁদের একত্রে পাওয়া গেছে। তাঁদের একাধিক স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও তাঁরা বরাবরই এ বিষয়ে নীরব থেকেছেন।২০২১ সালের ১৮ ডিসেম্বর কক্সবাজার সমুদ্রসৈকতের পটভূমিতে একটি স্থিরচিত্র প্রকাশ্যে আসে, যেখানে রাজীবকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে ছিলেন মেহজাবীন।
এছাড়া ২০১৮ সালের ১১ আগস্ট রাজীবের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেহজাবীন লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’
তবে তাঁদের সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও গত বছরের মাঝামাঝি সময়ে রাজীব বলেছিলেন, মেহজাবীনের চেয়ে ভালো কারও সঙ্গে পরিচয় হতে পারত না। তিনি আমার জীবনের সেরা অংশ।
অবশেষে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তাঁদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা এল। বিনোদন অঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এই সুসংবাদে আনন্দ প্রকাশ করেছেন এবং নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন।
এদিকে ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমাটি গত বছর মুক্তি পায়, যা প্রশংসিত হয়। ছবিটির প্রযোজক ছিলেন আদনান আল রাজীব।