ক্রিকেটপ্রেমীদের মনে সাকিবকে নিয়ে আছে অনেক আক্ষেপ আছে। মিরপুর টেস্ট শেষ হয়েছে। যেই টেস্ট ম্যাচটি হতে পারত সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট। তবে শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি তার নিরাপত্তার স্বার্থে। মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই আক্ষেপ প্রকাশ পেলো । সাকিবের এমন দুঃসময়ে সবাইকে এই তারকার পাশে চেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৭ রানের একটা ইনিংস খেলেছেন মিরাজ। তার জন্য মূলত বাংলাদেশের মান বেঁচেছে। ইনিংস বড় ব্যবধানে হারের লজ্জা পেতে হয়নি। সাকিবের ঘাটতি পুষিয়ে দিতে মিরাজ বাড়তি দায়িত্ব পালন করেছেন। তাছাড়া লম্বা সময় ধরে মিরাজকেই ভাবা হচ্ছে পরবর্তী সাকিব।
মিরাজ জানায়, ‘দেখুন একটা জিনিস কী। আপনারা সব সময় একটা কথা বলেন, সাকিব ভাইয়ের জায়গায় আমি। ব্যাটিংয়ে রানটা শুরু করেছি মাত্র ১-২ বছর। আপনি ধারাবাহিকভাবে রান করার ব্যাপারটা যদি দেখেন। সাকিব ভাই শুরু থেকে রান করেছেন। তাই সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই। আমি আমার জায়গায়।’
“সাকিব” বিদায়ী টেস্ট খেলতে না পারার কথায় মিরাজ বলেন ‘তিনি কেন আসতে পারেননি, খেলতে পারেননি, এটা আমরা সবাই জানি। তিনি একজন কিংবদন্তি খেলোয়াড়। বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছেন। সেটা অস্বীকার করতে পারব না। তবে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেহেতু যাচ্ছেন, আমার মনে হয় তার পাশে সবার থাকা উচিত।’
ক্রিকেটপ্রেমীদের মনে সাকিবকে নিয়ে চলছে নানারকম আবেগী প্রশ্ন !! পুরো দেশের ক্রিকেটপ্রেমীরা এখনও চায় মাঠের সাকিবকে।