প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংবর্ধনা দিয়েছেন সাফ জয়ী নারী ফুটবল দলকে। নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল।আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা সাফজয়ী নারী ফুটবল দলের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।এসময় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
এর আগে গত বৃহস্পতিবার বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে আসেন সাফজয়ী নারী ফুটবলাররা। সেখানে তাদের ফুল দিয়ে বরন করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ বাফুফের সকল কর্মকর্তারা।
সাফজয়ী নারী ফুটবলা দলের সকল সদস্যকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তাৎক্ষনিক সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার আর্থিক পুরষ্কারের চেক সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। সাবিনারা সরকারকে ধন্যবাদ জানায় এবং নারী ফুটবল দলের জন্য সকলের কাছে দোয়া কামনা করে।