বদলি হিসেবে মাঠে নেমে পাঁচ মিনিটই হলুদ কার্ড দেখলেন মারিও বালোতেল্লি। ইতালির শীর্ষ ফুটবল লিগে ফেরার ম্যাচটিতে স্মরণীয় কিছু করতে পারলেন না তিনি।
৭৯তম মিনিটে আন্দ্রেয়া পিনামন্তির গোলে জেনোয়া স্বস্তির জয় পেয়েছে এই ম্যাচে।
বালোতেল্লিকে জেনোয়ার হয়ে পার্মার বিপক্ষে ম্যাচের ৮৬তম মিনিটে মাঠে নামানো হলে একটু পরই ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি।
এ ম্যাচ জয়ে পর পয়েন্ট তালিকার একদম নিচের থেকে ১৭তম স্থানে উঠে এসেছে জেনোয়া।
চার বছর পর ক্লাববিহীন থাকার মধ্যদিয়ে গত সপ্তাহে তিনি নাম লেখান জেনোয়ায়। ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড এই ম্যাচ দিয়ে চার বছর পর সেরিআয় ফিরলেন।
সম্ভাবনাময় ক্যারিয়ারকে পূর্ণতা দিতে পারেননি চোটের সাথে প্রচুর বিতর্কের জড়িয়ে তিনি। তুমুল প্রতিভাবান হয়েও বারবার তিনি খবরের শিরোণাম হয়েছেন ভুল কারণে। ইন্টার ও সিটির পর এসি মিলান, লিভারপুল হয়ে ফ্রান্সে পাড়ি জমিয়ে তিনি খেলেন নিস ও অলিম্পিক মার্সেইয়ে। তবে থিতু হতে পারেনি কোনো ক্লাবেই।
ইন্টারের হয়ে সেরি আ জিতেছেন তিনবার, স্বাদ পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। ২০০৯-১০ মৌসুমে হোসে মরিনিয়োর ট্রেবলজয়ী দলের অংশও ছিলেন তিনি। ২০১১-১২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির স্মরণীয় শিরোপা জয়ী দলেও ছিলেন এই ফরোয়ার্ড।
শেষবেলায় আবার ফিরলেন সেরিআয়। কিন্তু শুরুটা খুব সুখময় হলো না। শেষবার তিনি সেরিআয় খেলেছেন ব্রেসসিয়ার হয়ে। তারপরে মোন্সার হয়ে দ্বিতীয় বিভাগেও খেলতে হয় তাকে। সর্বশেষ তিনি ছিলেন তুরস্কের ক্লাব আদানা দেমির্সপোরে।