এক বছর পর মাঠে ফিরে পুরো ফুটবল দুনিয়ার নজর কেড়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই ফিরে আসার মাত্র দ্বিতীয় ম্যাচেই চোটে পড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার। নতুন করে আবারও মাঠের বাইরে চলে যেতে হবে তাকে, আর সেটা অন্তত দেড় মাসের জন্য।
এএফসি চ্যাম্পিয়ন্স কাপের শেষ ম্যাচে ইরানের ক্লাব এস্তেগলালের বিপক্ষে আল হিলাল মাঠে নামে। ম্যাচের ৫৮ মিনিটে কোচ জর্জ হেসুস বদলি হিসেবে নেইমারকে মাঠে পাঠান। কিন্তু খেলার শেষ মুহূর্তে আবারও চোটের শিকার হন নেইমার। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে হ্যামস্টিংয়ে তীব্র ব্যথায় দগ্ধ হন এই ফরোয়ার্ড।
কিছু দিন পরেই আল হিলাল নিশ্চিত করে, নেইমারকে ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ক্লাবটি জানিয়েছে, এই সময়ে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
নেইমারের চোট নিয়ে আল হিলালের কোচ জর্জ হেসুসের মন্তব্য করেন, “দুর্ভাগ্যবশত এটি কোনো সাধারণ চোট নয়, পেশীর ব্যথা। তবে হাঁটুর সমস্যা নেই।”
তবে নেইমারের পক্ষ থেকে একবারে ভিন্ন সুর শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন, চোট তেমন গুরুতর নয়। তিনি লিখেছেন,
“এটা স্বাভাবিকভাবেই ঘটে, এক বছর পর মাঠে ফিরলে এমনটা হওয়া সম্ভব। ডাক্তাররা আমাকে আগেই সতর্ক করেছিলেন, তাই একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে।”
সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে গত আগস্টে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন নেইমার। বারবার চোটে পড়ার কারণে তার উপর দারুণ চাপ পড়েছে ক্লাবটির।
প্রতি বছর ৯ কোটি ডলার বেতন দেওয়ার পরেও, নেইমারের চোট ক্লাবের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। তবে সৌদি গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো খুললে, ক্লাবটি হয়তো তাকে সঙ্গে চুক্তি নবায়ন করবে না। যদি তা হয়, তাহলে নেইমারের সৌদি আরব ছাড়ার সময় হয়তো খুব কাছেই।