পৃথিবীতে সবার দ্বারা সব কিছু সম্ভব না হলেও- ঝড়ের মত ছক্কা মারার কৃতিত্বের সাম্রাজ্যটা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। সব দেশের ক্রিকেটারদের জন্য এত ছক্কা মারা খুব একটা সহজ নয়। কিন্তু টি-টোয়েন্টি সাথে বড় বড় ছক্কা হাকানো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের কাছে অনেকটা সহজলভ্য। তাই টি-টোয়েন্টিতে শুধু ক্যারিবীয় ক্রিকেটাররাই এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কা মারা সহজ একটি বিষয় ছিলো।
তবে সম্প্রতি এই ক্যারিয়ারে যোগ হলো আরেক নাম। শেষমেষ ওয়েস্ট ইন্ডিজের সাম্রাজ্যে হানা দিলেন একজন ক্রিকেটার। যাঁর খেলার ধরন ক্যারিবীয় ক্রিকেটারদের মতো হলেও সে হলেন দক্ষিণ আফ্রিকান- হেইনরিখ ক্লাসেন। গত ওয়ানডে বিশ্বকাপে যার এলোপাতাড়ি চার-ছক্কা দেখে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা নাম দিয়েছিলেন হালাকু খান। সবচেয়ে বড় বিষয় হলো, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের সাম্রাজ্যে তিনিই প্রথম নন–ক্যারিবিয়ান এক পঞ্জিকাবর্ষে শত ছক্কার ক্রিকেটার।
পূর্বে এ কীর্তি মাত্র তিন ক্যারিবীয় ক্রিকেটার- ক্রিস গেইল, নিকোলাস পুরান ও আন্দ্রে রাসেলের। গতকাল ভারতের বিপক্ষের ম্যাচে গড়েছেন এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কার ক্লাসেন কৃতিত্ব। ডারবানে কাল স্বভাববিরুদ্ধ ২২ বলে ২৫ রানের ইনিংস খেলার পথে একটি ছক্কা মারেন ক্লাসেন। যেটির মাধ্যমে এই বছরে স্বীকৃত টি-টোয়েন্টিতে তাঁর শততম ছক্কা। চতুর্থ ক্রিকেটার হিসাবে এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কার ক্লাবে ঢুকেছেন ক্লাসেন।
এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কার কীর্তি প্রথমবার দেখা যায় ২০১১ সালে। সেই বছর গেইল ছক্কা মারেন ১১৬টি। দুই বছরেও ১০০ ছক্কার বেশি মারেন এই ওপেনার। মাঝে ২০১৪ বাদ দিয়ে আবার ন্যূনতম ১০০টি করে ছক্কা মারেন ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে। এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কা মেরেছেন গেইল ৬ বার। তাই গেইলের নামটা আলাদা করে বলার দাবি থেকেই যায়। এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কা মেরেছেন ৬ বার সাবেক ক্রিকেটার গেইল। বাকিরা ১ বার করে রেকর্ড গড়েন।
গেইলের পরপরই তালিকায় নাম লিখেন আন্দ্রে রাসেল। সে ২০১৯ সালে ছক্কা মারেন ১০১টি। গেইলের কীর্তি কতটা বিশেষ, সেটা বোঝা যায় রাসেলের কীর্তি দেখেই। এত বছর ধরে ধারাবাহিক বিধ্বংসী ব্যাটিং করার পরও মাত্র একবারই এক পঞ্জিকাবর্ষে ছক্কার সেঞ্চুরি করতে পেরেছেন রাসেল। আরেক টি-টোয়েন্টি কিংবদন্তি কাইরন পোলার্ড তো এই কীর্তি কোনো দিন করতেই পারেননি। তাহলে চিন্তা করুন কতটা কঠিন কাজ কৃতিত্ব এটা।
চলতি বছর এ পর্যন্ত ১৬৫টি নিকোলাস পুরান ছক্কা মেরেছেন। ওয়েস্ট ইন্ডিজ তারকা নিকোলাস পুরান বিশেষ ভাবে দাবি করতে পারেন। কারণ, এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এই ক্রিকেটারের।