সোমবার, বিজয় দিবস হকিতে বাংলাদেশ নৌবাহিনী হকি দল জয় দিয়ে শুরু করল। পেনালটি কর্নার বিশেষজ্ঞ মো. আশরাফুল ইসলামের হ্যাটট্রিকসহ পাঁচ গোলের সহায়তায় বিকেএসপিকে ৮-২ গোলে হারিয়েছে নৌবাহিনী।
আশরাফুল ইসলাম স্কুপ, প্লেসিংয়ের সমন্বয়ে পাঁচটি গোল করে নীল টার্ফে ছোটান আগুনের ফুলকি। তিনি গোল করেন ১, ১০, ২৬, ২৭ ও ৪১ মিনিটে। আর ৩ টি গোল করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, মাহবুব হোসেন ও ফজলে হোসেন।
এর পূর্বে টুর্নামেন্টি উদ্বোধন করেন ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী’।
কাবাডির ফাইনালে নৌ ও বিমান বাহিনী- বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী।
তার আগের দিন প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে টাইব্রেকারে হারায় নৌবাহিনী। নির্ধারিত সময়ের খেলা শেষে দু-দলের সমান ৩২ পয়েন্ট ছিল। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারের মাধ্যমে।