গুঞ্জন অবশেষে সত্যি হলো। সৌদি আরবের অধ্যায় শেষ করলেন নেইমার। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল গতকাল রাতে এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।
এর আগে গতকাল ব্রাজিলের ক্লাব সান্তোস দাবি করেছিল, নেইমার তাদের সঙ্গে যুক্ত হতে চলেছেন। রাত পেরোতেই সেই খবর সত্যি প্রমাণিত হলো।
আল হিলাল তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের বিদায়ের ঘোষণা দিয়ে লিখেছে, ‘নেইমার আল হিলালের হয়ে যা কিছু দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা তাঁর ভবিষ্যতের সাফল্য কামনা করি।’
২০২৩ সালে পিএসজি ছাড়ার পর সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। সেখানে বছরে প্রায় ১০.৪ কোটি ডলারের বিশাল চুক্তি হয়েছিল তাঁর। কিন্তু চোটের কারণে সৌদি লিগে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি।
নেইমার আল হিলালের জার্সিতে মাত্র সাতটি ম্যাচে মাঠে নামেন। এর মধ্যে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে হাঁটুর গুরুতর চোট পান। এই চোট তাঁকে দীর্ঘ এক বছরের জন্য মাঠের বাইরে ঠেলে দেয়।
অক্টোবর ও নভেম্বর মাসে দুটি ম্যাচে ফিরলেও ফের চোটে পড়েন এই তারকা ফুটবলার। ফলে নেইমারের সৌদি অধ্যায় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
প্রথমে শোনা যাচ্ছিল, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে পাড়ি জমাতে পারেন নেইমার। কিন্তু শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রে আসে তাঁর শৈশবের ক্লাব সান্তোস।
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস জানিয়েছে, তারা নেইমারের ফেরার ব্যাপারে আশাবাদী। দীর্ঘ বিরতির পর সান্তোসে ফিরলে সেটি ব্রাজিলিয়ান ফুটবলে নেইমারের নতুন শুরুর গল্প হতে পারে।
এখন দেখার বিষয়, আল হিলাল ছাড়ার পর নেইমারের ক্যারিয়ার কোন পথে এগোয় এবং সান্তোসে ফিরলে কীভাবে নিজেকে মেলে ধরেন এই ব্রাজিলিয়ান তারকা।