লা লিগায় শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে ম্যাচে বিতর্কিত লাল কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ম্যাচের ৩৮তম মিনিটে রেফারি মুনুয়েরা মন্তেরোর সঙ্গে কথা বলার সময় তিনি আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে।
রেফারির ম্যাচ-পরবর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেলিংহাম তাকে ‘ফা*ক ইউ’ বলেছেন- যা অপমানজনক হিসেবে গণ্য হয়।
তবে বেলিংহামের দাবি, তিনি রেফারির প্রতি কোনো অসম্মানজনক মন্তব্য করেননি।
স্প্যানিশ সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রেফারির উদ্দেশ্যে নয় বরং বিরক্তি প্রকাশ করতেই ‘ফা*ক অফ’ শব্দটি উচ্চারণ করেছিলেন।
বেলিংহামের এই লাল কার্ড নিয়ে কোচ কার্লো আনচেলোত্তিও প্রশ্ন তুলেছেন। তার মতে, রেফারি হয়তো বেলিংহামের ইংরেজি ঠিকমতো বোঝেননি, ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
নিয়ম অনুযায়ী, এমন ঘটনায় বেলিংহামের শাস্তি সর্বনিম্ন ৪ ম্যাচ এবং সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে। লা লিগা কর্তৃপক্ষ ফুটেজ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এদিকে, ওসাসুনার বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।