দীর্ঘ বিরতির পর আবার মাঠে ফিরছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশের জন্য তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এই দলে আগেই খেলছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।
সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গিয়েছিল সাকিবকে। এরপর ব্যক্তিগত ও শারীরিক নানা কারণে মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি দুবাইয়ে তার অনুশীলনের কিছু ভিডিও প্রকাশ পায়, যা ফেরার ইঙ্গিত দিচ্ছিল। এবার সেই গুঞ্জনের বাস্তব রূপ পেল পিএসএলে ডাক পেয়ে।
সাকিব এর আগেও পিএসএলে খেলেছেন করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে। এখন পর্যন্ত ১৪ ম্যাচে করেছেন ১৮১ রান ও নিয়েছেন ৮ উইকেট। লিগের শেষ দিকে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নিরাপত্তা উদ্বেগে পিএসএল থেকে সরে দাঁড়ানোয় বিকল্প খুঁজছে দলগুলো। সে সুযোগেই শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স সাকিবের সঙ্গে যোগাযোগ করে।
তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কারণ সাকিবের প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি)। এখনো এ বিষয়ে বিসিবির কাছে আবেদন করেননি তিনি। অনুমতি পেলে আগামী শনিবার থেকেই লাহোরের জার্সিতে মাঠে নামতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
উল্লেখ্য, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ড্রোন হামলার কারণে পিএসএল সাময়িক স্থগিত হয়েছিল। তবে দুই দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্তের পর আবারও শুরু হতে যাচ্ছে লিগের বাকি অংশ। আগামী শনিবার মাঠে গড়াবে পুনরায় শুরু হওয়া লিগের খেলা। এখনো বাকি রয়েছে লিগ পর্ব ও প্লে-অফ মিলিয়ে ৮টি ম্যাচ।