বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে দিল্লি ক্যাপিটালসের হয়ে টুর্নামেন্টের লিগ পর্বের শেষ তিন ম্যাচে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি।
বিসিবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মোস্তাফিজকে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে অংশ নেওয়ার জন্য এনওসি দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলে ভারত রওনা হবেন এই বাঁহাতি পেসার।
দিল্লি ক্যাপিটালসের লিগ পর্বে বাকি থাকা তিনটি ম্যাচ যথাক্রমে ১৮ মে গুজরাট টাইটান্স, ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে। এসব ম্যাচেই মোস্তাফিজের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বিসিবির ছাড়পত্রের ফলে।
তবে আইপিএল শেষ করেই আবার জাতীয় দলের দায়িত্বে ফিরতে হবে মোস্তাফিজকে। ২৫ মে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দল, যেখানে মোস্তাফিজের উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২২ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মোস্তাফিজের। তবে এবারের মৌসুমে অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের বিকল্প হিসেবে তাঁকে দলে অন্তর্ভুক্ত করেছে দিল্লি শিবির।
এনওসি পাওয়া এবং পরবর্তী সূচির ব্যস্ততা বিবেচনায়, মোস্তাফিজের সামনের দিনগুলো হতে যাচ্ছে ব্যস্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।