দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে আলোচনার কেন্দ্রে অনেকদিন ধরেই ছিলেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। বয়সভিত্তিক এবং ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সে নিজেকে প্রতিষ্ঠিত করার পর এবার আন্তর্জাতিক ক্রিকেটেও বাজিমাত করলেন এই ১৯ বছরের বাঁহাতি ব্যাটার।
জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ায়ো টেস্টে অভিষেকেই রেকর্ডের পর রেকর্ড গড়লেন প্রিটোরিয়াস। চাপের মুখে দলের হাল ধরেই খেললেন দুর্দান্ত এক ইনিংস।
চাপের মধ্যে ঝড়ো সেঞ্চুরি
প্রিটোরিয়াস ব্যাটিংয়ে নামেন যখন দক্ষিণ আফ্রিকার স্কোর মাত্র ২৩ রানে ৩ উইকেট। এরপর দল পড়ে ৫৫ রানে ৪ উইকেট। কঠিন পরিস্থিতিতে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে মাত্র ১৬০ বলে করেন ১৫০ রান। ইনিংসটি সাজান ১১টি চার ও ৪টি ছক্কায়।
সবচেয়ে কম বয়সে অভিষেকে ১৫০
মাত্র ১৯ বছর ৯৩ দিন বয়সে অভিষেকে ১৫০ রান করে ইতিহাস গড়েছেন তিনি। ভেঙেছেন ৪৯ বছরের পুরনো রেকর্ড—১৯৭৬ সালে জাভেদ মিয়াঁদাদ ১৯ বছর ১১৯ দিন বয়সে অভিষেকে করেছিলেন ১৬৩ রান।
টেস্ট অভিষেকে শতক করা দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম বয়সী ব্যাটসম্যান এখন প্রিটোরিয়াস। আগের রেকর্ডটি ছিল জ্যাক রুডলফের, যিনি ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ২২২ রান, বয়স তখন ছিল ২১ বছর।
টেস্ট ইতিহাসেও কনিষ্ঠ সেঞ্চুরিয়ান
অভিষেক ম্যাচ হোক বা না হোক—দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার কীর্তিও এখন প্রিটোরিয়াসের। গ্রায়েম পোলককে (১৯ বছর ৩১৭ দিন) ছাড়িয়ে দিয়েছেন তিনি।
দ্রুততম সেঞ্চুরি ও দেড়শ
- ১১২ বলে শতক: দক্ষিণ আফ্রিকার টেস্ট অভিষেকে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি।
- ১৫৭ বলে ১৫০ রান: দেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে দ্রুত দেড়শ। আগের রেকর্ডটি ছিল এবি ডি ভিলিয়ার্সের (১৬২ বল)।
- বিশ্বে দ্বিতীয়: অভিষেকে সবচেয়ে কম বলে ১৫০ করার দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে। প্রথম স্থানে রয়েছেন ভারতের শিখর ধাওয়ান (১৩১ বলে)।
দুটি অভিষেকে সেঞ্চুরি
২০২৪ সালের ডিসেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে করেছিলেন ১২০ রান। এরপর টেস্ট অভিষেকেও শতক করে অনন্য মাইলফলক ছুঁয়েছেন। এই কীর্তি এর আগে আছে মাত্র তিন ক্রিকেটারের—গুন্ডাপা বিশ্বনাথ, ডার্ক ওয়েলহ্যাম ও পৃথ্বি শ’র।
অভিষিক্ত ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে তার ৯৫ রানের জুটি দক্ষিণ আফ্রিকার দুই অভিষিক্ত ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ। ১৯৯২ সালে হাডসন ও কুপারের ৯২ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন তারা।