শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে আজকের দ্বিতীয় ম্যাচে জয় ভিন্ন পথ নেই বাংলাদেশের সামনে। সিরিজে ১-০তে পিছিয়ে থাকা মেহেদি হাসান মিরাজের দল আজ টস জিতে ব্যাটিং নিয়েছে। তবে শুরু থেকেই ধাক্কা খেতে থাকা ইনিংসে আবারও ব্যর্থ হয়েছেন অধিনায়ক নিজেই।
প্রথম ওয়ানডেতে আলো ছড়ানো তানজিদ হাসান তামিম আজ ব্যর্থ হয়েছেন। ইনিংসের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়া বল ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হয়ে যান এই ওপেনার। সাজঘরে ফেরেন মাত্র ৭ রানে।
তানজিদের বিদায়ের পর ইনিংস মেরামতের চেষ্টা করেন পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। তবে শান্ত থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন। চারিথ আসালঙ্কার বলে ক্যাচ তুলে দিয়ে ১৯ বলে ১৪ রান করে ফিরে যান তিনি।
অন্যদিকে, আগের ম্যাচে শুরুর পর থেমে যাওয়া ইমন আজ আরও ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। শুরু থেকেই বল দেখে খেলে নিজের অর্ধশতক পূর্ণ করেন মাত্র ৪৬ বলে। তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৯ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন তিনিও।
এরপর ক্রিজে আসেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। গত ম্যাচে শূন্য রানে আউট হয়ে সমালোচনার জন্ম দেওয়া এই অলরাউন্ডার আজও ব্যাট হাতে হতাশ করেছেন। ইনিংস মেরামতের প্রয়োজনের সময় তিনি খেলেন দায়িত্বজ্ঞানহীন এক শট। ১০ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন, আরও একবার দলকে বিপদে ফেলে।
অধিনায়কত্বের প্রথম সিরিজে চাপের মুখে ব্যাটিং ব্যর্থতা মিরাজের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। দলের প্রয়োজনের মুহূর্তে জুটি গড়তে না পারা এবং হালকাভাবে উইকেট বিলিয়ে দেওয়ার সমালোচনা হচ্ছে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে।
প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজকের ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের শুরুতে কিছুটা স্থিতিশীলতা থাকলেও অধিনায়কসহ মিডল অর্ডারে ব্যর্থতা দলকে আবারও চাপে ফেলেছে।