যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। শেষ সময়ের প্রচারনায় রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস।
গতকাল শুক্রবার ‘রাস্ট বেল্ট’ ভুক্ত দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে দু’জনই প্রচারে ব্যস্ত সময় পার করেন। তারা দু’জনেই উইসকনসিনের মিলওয়াকিতে জনসমাবেশের মধ্য দিয়ে তাদের প্রচারনা শেষ করেন।
মিশিগানের ওয়ারেন শহরে এক জনসভায় ট্রাম্প বলেন,”চার বছর ধরে আমরা এক লড়াই করছি তা আগামী ৫ তারিখ শেষ হবে।”
এদিকে কমলা উইসকনসিনের ম্যাডিসনের সাংবাদিকদের বলেন,”ট্রাম্পের রিপাবলিকান সমর্থককে নিয়ে যে মন্তব্য তা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।”
কমলা আরও বলেন,”ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য নিজ চেনির ওপর বন্দুকের প্রশিক্ষণ নেওয়া উচিত। এ বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে। যে এমন সহিংসতাপূর্ণ কথা বলেন তিনি কখনোই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য না।”
গতকাল ট্রাম্প নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিশিগানের ডিয়ারবর্নে যাত্রাবিরতি নেন। আরব আমেরিকান কমিউনিটির বেশিভাগ এই অঙ্গরাজ্যে বসবাস করে। ট্রাম্প সেখানে
একটি হালাল রেস্তোরাঁয় আরব আমেরিকান কমিউনিটির সমর্থকদের সাথে কুশল বিনিময় করেন। ডিয়ারবর্নে সাংবাদিকদের ট্রাম্প বলেন,” নির্বাচনে তিনি জিতলে ভ্যাকসিন নিয়ে সন্দিহান রবার্ট এফ কেনেডি জুনিয়র স্বাস্থ্যসেবা খাতে বড় ভূমিকা পালন করবে।”
গতকাল ট্রাম্প ও কমলা তাদের নির্বাচনী প্রচারনায় একে অপরের বিরুদ্ধে আক্রমাত্মক বক্তব্য দিয়ে প্রচারনা শেষ করেন।