গতকাল লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে দুটি হামলার একটি হয়েছে লেবানিজ ইউনিভার্সিটির কাছে। অপরটি হয়েছে বুর্জ আল বারাজনেহ শহরতলিতে।এদিকে আজ শনিবার ভোরে সিরিয়ায়ও হামলা চালিয়েছে ইসরায়েল।
লেবাননের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গতকাল আল–জামুস এলাকায়ও বিমান হামলা হয়। তবে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী আগে থেকে হামলাজনিত সতর্কতা দেয়নি।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেন, গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০০ জনের বেশি নিহত হয়েছেন।
এদিকে আজ সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়, সিরিয়ায় আলেপ্পোর কাছে আল সাফিরা শহর ও ইদলিবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কয়েকজন সিরীয় সেনা আহত হন।
সামরিক সূত্রের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কয়েকটি এলাকাকে বিমান হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে তাদের স্বাক্ষাত পাওয়া যায়নি।