সিঙ্গাপুরে জাতীয় নির্বাচন এগিয়ে আসায় সাংবিধানিক বিধি মেনে দেশটির প্রেসিডেন্ট থারমান শানমুগারত্মম সোমবার পার্লামেন্ট বিলুপ্ত করেছেন। প্রধানমন্ত্রী লরেন্স উওংয়ের সঙ্গে পরামর্শের পর এই পদক্ষেপ নেওয়া হয়। নির্বাচন আগামী তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।
সিঙ্গাপুরে ১৯৬৫ সাল থেকে ক্ষমতায় থাকা পিপলস অ্যাকশন পার্টি (প্যাপ) এর ক্ষমতায় থাকার রহস্য তার ব্যাপক জনপ্রিয়তা এবং শক্ত প্রতিদ্বন্দ্বী দলের অনুপস্থিতি। তবে ২০২০ সালের নির্বাচনে প্যাপের ফলাফল পূর্ববর্তী নির্বাচনের তুলনায় নেতিবাচক ছিল।
গত এক দশক ধরে সিঙ্গাপুরে বিরোধী রাজনৈতিক দলগুলোর উত্থান ঘটছে এবং ২০২০ সালের নির্বাচনে বিরোধীরা ১০টি আসন জয় করে যা একটি রেকর্ড।
এবারের নির্বাচন সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স উওংয়ের জন্য একটি বড় পরীক্ষা। কারণ সাবেক প্রধানমন্ত্রী লি সেইন লুং ২০২৪ সালে পদত্যাগ করার পর তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সিঙ্গাপুরের জনসংখ্যা ৬০ লাখ ৪০ হাজার এবং এর আইনসভার আসনসংখ্যা ১১৫টি।