গত সংসদ নির্বাচনের আগে ইউনিয়ন ব্যাংকের অস্বাভাবিক লেনদেনের মালিককে। বেসরকারি এই ব্যাংকে নির্বাচনের এক বছর আগে হিসাব খুলে নগদ টাকা জমা হয়।
ব্যাংকগুলোও অ্যাকাউন্টধারীদের ঋণ দেয়। তারপর নির্বাচনের আগে ওই অ্যাকাউন্ট থেকে ৭২ কোটি টাকা তোলা হয়।
এই রহস্যময় অ্যাকাউন্টে লেনদেন ভোটের পরপরই বন্ধ হয়ে যায় পাশাপাশি ২০ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর এটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
মোস্তাক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকের বনানী শাখায় ২০২২ সালের ১৫ নভেম্বর অ্যাকাউন্টটি খোলা হয়েছিল।
ব্যাংকের কাগজপত্রে ব্যবহৃত ঢাকার ঠিকানায় ঐ প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে অ্যাকাউন্ট খুলতে যার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল তাকে খুঁজে পাওয়া গেছে।