কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ২৫ হাজার টাপেন্টাডল ট্যাবলেট এবং ৯৮৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লার পাঁচথুবি ও গোলাবাড়ি পোস্ট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি নিশ্চিত করেছে।
বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের একটি বিশেষ দল সীমান্তবর্তী পাঁচথুবি এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা ২৫ হাজার টাপেন্টাডল বড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
অন্যদিকে একই ব্যাটালিয়নের আরেকটি টহল দল গোলাবাড়ি এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করে। সেখানে ৯৮৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়, যার বাজারমূল্য ৩ লাখ ৯৫ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, মাদক কারবারিরা ভারত থেকে বাংলাদেশে এই মাদকদ্রব্য আনার প্রস্তুতি নিচ্ছিল।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের নিয়মিত অভিযান চলছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কুমিল্লার সীমান্তবর্তী এলাকা দীর্ঘদিন ধরে মাদক পাচারের জন্য একটি ঝুঁকিপূর্ণ পথ হিসেবে পরিচিত। বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করলেও মাদক কারবারিরা বিভিন্ন কৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিজিবি জানায়, সীমান্তে নজরদারি আরও জোরদার করার পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা নিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।