পবিত্র হজ উপলক্ষে মানি এক্সচেঞ্জ হাউসের ডলার এনডোর্সমেন্টের সীমা এক হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার ডলার করার বিষয়ে অনুমোদন দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ইতিমধ্যে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো এখন বিদেশে গমনকারী বাংলাদেশি নাগিরকদের কাছে দুই হাজার ডলার নগদ বিক্রি করতে পারবে।
সোমবার মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে গভর্নর এমন সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠক শেষে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর সভাপতি এম এস জামান সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে জানা যায় যে, প্রাপ্তবয়স্ক ব্যক্তি বিদেশ গমনকালে এক বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বা সমমানের বৈদেশিক মুদ্রা এন্ডোর্স করতে পারেন।
বিদেশে যাবার ক্ষেত্রে নগদ ডলার ও কার্ড দু’টি মিলেই পাসপোর্টে ডলার ব্যবহারের (এন্ডোর্সমেন্ট) অনুমতি নিতে হয়। যা অনুমোদন করে থাকে সরকারি-বেসরকারি ব্যাংক ও মানি চেঞ্জারগুলো।
মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডলার বিক্রয়ের দরের বিষয়েও গভর্নরের সঙ্গে আলাপ করেছে বলে জানায়। তিনি বলেন, আগের মতোই ব্যাংক যে দরে ডলার বিক্রি করবে তার সঙ্গে এক টাকা যোগ করে মানি এক্সচেঞ্জ হাউসগুলো বিক্রি করতে পারবে। এ ছাড়াও তিনি বলেন, এখন আর মানি চেঞ্জারে অভিযান নেই। তবে আমাদের বিষয়ে অনেক সময়ে অপবাদ দেওয়া হয়, সেটি যেন না দেওয়া হয় সে বিষয়ে কথা বলেছি।