বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটির (বিপিপিএ) প্রবর্তিত ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের সঙ্গে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের উদ্ভাবিত ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমের (ডিভিএস) আন্তসংযোগ স্থাপন করা হয়েছে।
গতকাল রোববার (২২ ডিসেম্বর), সন্ধ্যায় রাজধানীর আইসিএবি মিলনায়তনে এই দুটি ডিজিটাল সিস্টেমের আন্তসংযোগ স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আইসিএবির সিনিয়র উপপরিচালক ও আইটি প্রধান দেলোয়ার হোসেন সিস্টেম আন্তসংযোগের বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।
তিনি জানায়, দরদাতাদেরকে দরপত্র দাখিলের সময় তাদের প্রতিষ্ঠানের অডিট করা আর্থিক বিবরণীও জমা দিতে হয়। সে ক্ষেত্রে বিভিন্ন ব্যত্যয়, অনিয়ম ও অসুবিধার অভিযোগ রয়েছে।
তিনি আরো জানায়, ক্রয়কারী যখন এই কিউআর কোডকৃত আর্থিক বিবরণী পাবেন, তখন ই-জিপি সিস্টেমের মাধ্যমে ডিভিএস থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা সঠিক কিনা যাচাই করতে পারবেন। ফলে কোনো জাল সনদ দাখিলের আর সুযোগ থাকবে না।
বিভিন্ন ক্ষেত্রে একই প্রতিষ্ঠানের একাধিক আর্থিক বিবরণী তৈরি ও দাখিলের অভিযোগ রয়েছে। তা ছাড়া ম্যানুয়ালি সব ডকুমেন্ট যাচাই করা সময় ও ব্যয় সাপেক্ষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন বাস্তব, সঠিক ও একক আর্থিক বিবরণী দাখিলের মাধ্যমে সরকারের যেমন রাজস্ব অর্জন বাড়বে তেমনি আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ পর্যন্ত ই-জিপি সিস্টেমে নিবন্ধিত দরদাতার সংখ্যা প্রায় এক লাখ ২৩ হাজার।
বিপিপিএর বর্তমান প্রাধান নির্বাহী কর্মকর্তা মির্জা আশফাকুর রহমান জানায়, রেজিষ্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির রেজিষ্ট্রার মো. মিজানুর রহমান, আইসিএবির প্রেসিডেন্ট ফোরকান উদ্দিন এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সুভাশীষ বোস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শোহেলের রহমান জানায়, ‘একটি পেশাদার প্রতিষ্ঠান হিসেবে, আইসিএবি দেশের ব্যবসা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিপিপিএ বিভিন্ন সিস্টেমের সঙ্গে আন্তসংযোগ নিশ্চিত করতে একটি কার্যপ্রণালী তৈরি করেছে।’
আইসিএবির প্রেসিডেন্ট জানায়, ‘আইসিএবি উদ্ভাবিত এই ডিজিটাল মডিউলের মাধ্যমে আর্থিক অডিট এখন আরও স্বচ্ছ হবে। এটি আর্থিক অডিটে প্রতারণা রোধ করেছে। এটি ব্যবসায় সমতল ক্ষেত্র নিশ্চিত করেছে। ডিভিএস এখন পর্যন্ত এনবিআরসহ বেশির ভাগ প্রধান প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হয়েছে। ই-জিপির সঙ্গে নতুন ইন্টিগ্রেশন সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ই-জিপি সিস্টেমের সঙ্গে একীভূত হওয়া ডিভিএসের আরেকটি মাইলফলক সাফল্য।’
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিপিএর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা শোহেলের রহমান চৌধুরী। বিপিপিএর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা আশফাকুর রহমান, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, আইসিএবির প্রেসিডেন্ট ফোরকান উদ্দিন এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সুভাশীষ বোস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।