চলতি বছরের এপ্রিলের প্রথম ১২ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১০৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৯৪৪ কোটি টাকা যেখানে প্রতি ডলারের মূল্য ধরা হয়েছে ১২৩ টাকা।
রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায়, এপ্রিল মাসের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৬ ডলার রেমিট্যান্স। তবে এ হার আগের মাস মার্চের তুলনায় কিছুটা কম। গত মার্চ মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার অর্থাৎ দৈনিক গড় রেমিট্যান্স ছিল ১০ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৩৩৩ ডলার। সে হিসাবে এপ্রিলের প্রথমার্ধে রেমিট্যান্স প্রবাহে কিছুটা মন্দাভাব লক্ষ্য করা যাচ্ছে।
মার্চ মাসের রেমিট্যান্স পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ৩৯ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংক থেকেও এসেছে উল্লেখযোগ্য পরিমাণ যা ছয় কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার।
এছাড়া বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ কোটি তিন লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ২৩ লাখ ডলার রেমিট্যান্স।
রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হলেও সাম্প্রতিক সময়ের তথ্য বলছে, মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহে কিছুটা ওঠানামা দেখা যাচ্ছে। রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে সাধারণত প্রবাস আয়ের প্রবাহ বাড়লেও এবারের এপ্রিল মাসে সেই প্রবণতায় কিছুটা শ্লথতা দেখা যাচ্ছে। তবে মাস শেষের দিকে এ প্রবাহ বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা।