গত রাতে আঙ্কারায় তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দফতরে হামলা হয়, ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছে। চারজন মহাকাশ কোম্পানির কর্মচারী ছিলেন নিহতদের মধ্যে। তারাসহ আরেক ট্যাক্সি চালক নিহত হয়েছেন । হামলার জন্য এখনও কেউ দায় স্বীকার করেনি তবে কুর্দি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে।
আঙ্কারায় রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশ কোম্পানিতে সশস্ত্র হামলার জন্য পিকেকে দায়ী করেছে তুর্কিয়ে। হামলার প্রতিক্রিয়ায়, তুর্কিয়ে উত্তর ইরাক ও সিরিয়ায় পিকেকে লক্ষ্যবস্তুতে সন্ত্রাসী হামলা শুরু করে।
তুর্কি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, – হামলায় একজন নারী ও একজন পুরুষ অংশ নেন। নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীরা নিহত হয়
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছেন, তাদের বিমান বাহিনী উত্তর ইরাক ও সিরিয়ায় নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলেকায়ার ভাষ্যমতে, আঙ্কারায় হামলাকারীরা সম্ভবত পিকেকে-এর সদস্য।