মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিস্মিত ও হতবাক হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ট্রাম্প বলেছেন, হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক দিকেই যাচ্ছে এবং তিনি ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করারও আহ্বান জানিয়েছেন। সূত্র মতে, নেতানিয়াহু চেয়েছিলেন, হামাসের বক্তব্যের জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সমন্বিত প্রতিক্রিয়া জানাবে, যাতে হামাসের বক্তব্যকে কোনোভাবেই ইতিবাচক হিসেবে দেখা না যায়।
নেতানিয়াহুর এই অপ্রস্তুত অবস্থা থেকে বোঝা যায়, তিনি আসলে কী ভাবছেন। বর্তমানে তাকে সরকারের সঙ্গে বৈঠক করতে হবে এবং জোটের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা করতে হবে। শেষ পর্যন্ত চুক্তি সম্পর্কিত সিদ্ধান্ত ভোটাভুটি মাধ্যমে গৃহীত হবে।
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা জানান, নেতানিয়াহুর জন্য একটি ‘রাজনৈতিক সুরক্ষা বেষ্টনী’ থাকবে। অর্থাৎ, ডানপন্থী জোটের সদস্যরা যদি চুক্তিতে অংশ নিতে অস্বীকার করে, তবে বিরোধী দলগুলো এগিয়ে এসে জাতীয় ঐক্যের সরকার গঠন করে চুক্তি পাস করাতে পারে। এরপর দেশ নতুন নির্বাচনের দিকে এগোবে।
বিরোধী নেতা আরও বলেন, ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরাও ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন করছেন। তাদের আশঙ্কা, গাজায় চলমান বোমাবর্ষণের কারণে আটকে থাকা জিম্মিদের জীবন বিপন্ন হতে পারে।
ইসরায়েলের ভেতরে ইতিমধ্যেই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই চুক্তি নিয়ে দেশজুড়ে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।

